দিনাজপুর ষংবাদাতাঃ কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের শিক্ষকবৃন্দ।
পরীক্ষাসহ জাতীয় দায়িত্ব পালনকালে শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দের উপর উপর্যুপরি বর্বরোচিত হামলা, মারাত্মক যখম করা, সন্ত্রাসীদের অব্যাহত হুমকির প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে ১৬ মে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।
কর্মস্থলে উপস্থিত থেকে শ্রেণি কার্যক্রম ও পরীক্ষার দায়িত্ব হতে বিরত থাকেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের সভাপতি এ. কে. এম আল আব্দুল্লাহ, সাধারন সম্পাদক সঞ্জিব কুমার সাহা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তহিদুল ইসলামসহ সকল বিসিএস শিক্ষকবৃন্দ।
সর্বাত্মক কর্মবিরতি পালনকালে কলেজের অধ্যক্ষ বিসিএস সাধারন শিক্ষা সমিতি দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের সদস্য প্রফেসর আবু বকর সিদ্দিক, কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল জলিল আহমেদ, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সমাজবিজ্ঞানের সহযোগি অধ্যাপক মো. রোজাইন, রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. মাগফুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট