ওয়েব ডেক্সঃ দিনাজপুরে বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
সদরের কয়েকটি ইউনিয়নে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি। সদরের ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের লিচু পল্লি মাসিমপুর ঘুরে দেখাগেছে লিচুর ডাল ভেঙে পড়েছে।
ঝরে পড়েছে অর্ধকেরও বেশি লিচু। লিচু বাগানী মোহাম্মদ আলী জানান, তার বাগানের অর্ধেক গাছের ডাল ভেঙে গেছে। বেশ কয়েকটি গাছ গোড়া থেকে উপড়েগেছে ও ভেঙে গেছে।
সদরের উলিপুর, তরিমপুর, হামজাপুর, আউলিয়াপুর, শিকদারহাট, কসবা, করিমূল্যাপুর, চোহরা সহ বেশ কয়েকটি গ্রামে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়াগেছে।
তথ্য ও ছবিঃ মোসাদ্দেক হোসেন
সাম্প্রতিক কমেন্ট