দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে জয়ন্ত কুমার (১৮) নামে এক যুবককে আটক করেছে ইউনিয়ন পরিষদের দিয়েছে এলাকাবাসী। পরে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
জয়ন্ত কুমার উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় গ্রামের ভবেশ চন্দ্র বুধা রায়ের ছেলে এবং ট্রাক্টরের হেলপার।
মঙ্গলবার সকাল ১১টায় আটক জয়ন্ত কুমারকে পুলিশের কাছে হস্তান্তর করে।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদ সদস্য জানান, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুসুমতৈড় গ্রামের বিয়ের অনুষ্ঠানে চলাকালে সোমবার রাতে ভবেশ চন্দ্র বুধা রায়ের ছেলে জয়ন্ত কুমার একই গ্রামের ৮বছরের স্কুল ছাত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে।
বাড়ীর লোকজন এসে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং আটক করে ইউনিয়ন পরিষদ চেয়রম্যানকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে গ্রাম্য পুলিশ তাকে উদ্ধার করে ইউনিয়ন পরিষদে আটক রাখে। রাতেই স্কুল ছাত্রীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসাপাতাল থেকে শিশুটির পরিবার আসার পর এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
সাম্প্রতিক কমেন্ট