তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তেল আবিব থেকে ইসরাইল অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হবে ভুল সিদ্ধান্ত।
ইস্তাম্বুল শহরে দেয়া বক্তৃতায় তিনি বলেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস কেন, একটি পাথরও জেরুজালেম শহরে সরিয়ে নেয়া ঠিক হবে না এবং এর মারাত্মক প্রভাব পড়বে। এ বিষয়ে সমস্ত বিতর্ক বন্ধ করার ওপর জোর দেন এরদোগান।
তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেম শহরে সরিয়ে নেয়ার মতো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছে আমেরিকা। চলতি মাসের প্রথম দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, জেরুজালেম শহরে দূতাবাস সরিয়ে নেয়ার বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।
২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় থেকে ট্রাম্প দূতাবাস সরিয়ে নেয়ার কথা বলে আসছেন। মার্কিন সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করলে পুরো মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সাম্প্রতিক কমেন্ট