চিরিরবন্দরে যুবলীগের একাংশের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ৮ মে সোমবার সকাল ১১টায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গত ৪ মে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান আলী তার স্ত্রীকে মারপিটের ঘটনায় চিরিরবন্দর থানায় যুবলীগ নেতা ফারুক, মাহাফুজুর আসাদ, হারুন, মমিনুল ইসলামসহ ৯ নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করে।
ওই মামলা দায়েরের প্রতিবাদে গত ৮ মে সোমবার সকাল ১১টায় উপজেলা চত্ত্বর হতে যুবলীগ নেতা আরেফিন শাহ, ফারুক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এক সমাবেশ করেছে। সমাবেশে নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ উপজেলা যুবলীগ কমিটি বাতিলের দাবি জানান। সমাবেশে যুবলীগের সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট