দিনাজপুরের কাহারোল উপজেলায় ২০১৭ সালের এস,এস, সি ও সমমানের পরীক্ষায় উপজেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৩ জন জি,পি,এ ৫ পেয়েছে।
জি,পি,এ ৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে রামচন্দ্রপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৫জন, ঈশানপুর এ,সি উচ্চ বিদ্যালয় ১জন, জয়নন্দ এ,সি উচ্চ বিদ্যালয় ৯ জন, কাহারোল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ৬জন, পূর্ব সাদিপুর উচ্চ বিদ্যালয় ৮ জন, সাদিপুর উচ্চ বিদ্যালয় ৩জন, পূর্ব মল্লিকপুর এম উচ্চ বিদ্যালয় ১জন, কাহারোল বাজার ফাজিল মাদরাসা ২জন এবং চামদুয়ারী দাখিল মাদরাসা ১জন।
শতভাগ পাশ করেছে ২টি শিক্ষা প্রতিষ্ঠান। ঈশানপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বুলিয়া বাজার বালিকা উচ্চ বিদ্যালয়।
সাম্প্রতিক কমেন্ট