ভারত আজ পরমাণু অস্ত্রবাহী অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। উড়িষ্যার উপকূল থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। উপুর্যপরি দু’দিন ব্রাক্ষ্মোস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটি এ পরীক্ষা চালাল।
বালাসোর জেলার এপিজে আবুল কালাম দ্বীপের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ভূমিতে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানো হয়। স্থানীয় সময় সকাল ১০-২০ এ পরীক্ষা চালায় ভারতীয় সেনাবাহিনীর স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড(এসসিএফ)। ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করার জন্য এ বিশেষ বাহিনী গঠন করেছে ভারত।
২০ মিটার দীর্ঘ এ ক্ষেপণাস্ত্রের ওজন ১৭ টন এবং ১০০০ কেজির পেলোড বহন করে ২০০০ কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে।
পশ্চিম সীমান্তে যখন পাকিস্তানের সঙ্গে টানাপড়েন তুঙ্গে তখন ধারাবাহিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে ভারত।
সাম্প্রতিক কমেন্ট