উত্তর কোরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার আশংকা করছে চীন এবং সফররত চীনা নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে বেইজিং।
গত মাসের ২৫ তারিখের আগে এ আহ্বান জানানো হয়েছিল বলে মার্কিন অর্থে পরিচালিত রেডিও এশিয়ার বরাত দিয়ে আজ(বুধবার) খবর দিয়েছে স্পুতনিক।
উত্তর কোরিয়ার গণফৌজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ এপ্রিল দেশটি পরমাণু পরীক্ষা চালাতে পারে আশংকা করে এ আহ্বান জানানো হয়। উত্তর কোরিয়ার চীনা দূতাবাস থেকে এ আহ্বান জানানো হলেও তা পরে প্রত্যাখ্যান করার কোনো খবর প্রকাশ করা হয়নি।
এদিকে, উত্তর কোরিয়া থেকে ফিরে আসা এক কোরিয়-চীনা নাগরিক বলেছেন, চীনা দূতাবাস কখনোই এ ধরণের কোনো আহ্বান জানায়নি। তিনি নিজেই উৎকণ্ঠিত হয়ে পিয়ংইয়ং ত্যাগ করেছেন।
সাম্প্রতিক কমেন্ট