হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ ভারতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পথে দেশে ফিরেছে ৬ বাংলাদেশী শিশু- কিশোর। গতকাল রোববার সকাল ১১ টায় ভারত হিলি ইমিগ্রেশন ওসি মো. নাজির হোসাইন বাংলাহিলি ইমিগ্রেশন ওসি আফতাব উদ্দিনের নিকট তাদের হস্তান্তর করেন।
বাংলাহিলি ওসি ইমিগ্রেশন আফতাব উদ্দিন জানান, ফেরকৃতরা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে পাড়ি জমালো সে দেশের সীমান্ত রক্ষি বাহিনীর হাতে তারা আটক হন। এবং ভারতের বালুরঘাট শিশু শোভায়ন হোমে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর তারা দেশে ফিরেন।
এরপর তাদের স্ব স্ব অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়। এসময় বিজিবি হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মানান ও বিএসএফ ভারত হিলি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডর সরদার সিং উপস্থিত ছিলেন।
দেশে ফিরে আসা শিশুরা হলেন, রাজু ইসলাম, মুসে আলী, তসলিম আলী, জাহিদ হাসান, দুলাল আলী এদের সকলের বাড়ী কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়। এবং নুরুল ইসলাম এর বাড়ী বান্দরবন জেলার আলী কদম উপজেলায়।
সাম্প্রতিক কমেন্ট