মল্লিকা আক্তার,বীরগঞ্জ থেকেঃ আজ রবিবার ভোররাতে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে গেছে চারটি পরিবারের সর্বস্য।
ভোররাত তিনটার দিকে আগুনের আঁচ টের পেয়ে পরিবারের সকলে ঘর ছেড়ে বেরিয়ে এসে সাহায্যের জন্য চিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে এলাকাবাসি আগুন নিয়ত্রনের চেষ্টা করে ব্যার্থ হয়।
চার পরিবারের মোট সদস্য সংখ্যা ১৫ জনের মধ্যে অগ্নীকান্ডে এক মহিলার আহত হয়, তাকে স্থানিয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আগুনে ২টি গাভী মারা যায় এবং একটি গুরুতর জখম হয়েছে বলে জানা যায়।
এলাকাবাসি জানায়, রাত ৩ টার দিক এলাকাবাসি বুঝতে পারায় আগুন নিভানোর জন্য ছুটে আসে, আগুনে চার পরিবারের মোট সাতটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। হাস মুরগীসহ ২টি গবাদিপশু মারা গেছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত চার পরিবার তাদের শিশু ও বয়স্কদের নিয়ে খোলা আকাশের নিচে অনাহারে অবস্থান করছে।
সাম্প্রতিক কমেন্ট