মার্কিন সামরিক বাহিনী বলেছে, তুরস্ক এবং সিরিয়া সীমান্তে আমেরিকার সেনা মোতায়েন করা হয়েছে। তুর্কি এবং সিরিয়দের মধ্যে সংঘর্ষ আরো ঠেকাতে সামরিক যানসহ এসব সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
কুর্দি সূত্র থেকে বলা হয়েছে, মার্কিন পতাকাবাহী সাঁজোয়া গাড়ির একটি বহরকে দারবাশিয়েহের গ্রাম্য রাস্তায় দেখা গেছে। সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ সংলগ্ন তুর্কি সীমান্ত থেকে কয়েক শ’ মিটার দূরে এ স্থানটি অবস্থিত।
পেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন ডেভিস এ খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিন্ন শত্রু দায়েশের প্রতি সকলপক্ষকে মনোনিবেশ করতে বলেছে আমেরিকা।
ইলহাম আহমেদ নামের পদস্থ এক কুর্দি কর্মকর্তা বলেন, মার্কিন সেনারা বৃহস্পতিবার থেকেই এ এলাকায় টহল দিতে শুরু করেছে। এ ছাড়া, তারা গোয়েন্দা তৎপরতা চালানোর কাজে নিয়োজিত বিমানও পরিচালনা করেছে।
ইরাক এবং সিরিয়ায় তুর্কি বিমান হামলায় মার্কিন মদদপুষ্ট কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি’র ২০ সদস্য নিহত এবং ১৮ সদস্য আহত হওয়ার পর ওই এলাকায় মার্কিন সেনা মোতায়েন করা হলো।
সাম্প্রতিক কমেন্ট