Ghoraghatঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বেসরকারী সংস্থা, সৌহার্দ্য ওও কর্মসূচী, রিক এবং ঘোড়াঘাট এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ্  উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের ওসমানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা পরিষদ হল রুমে মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা বানুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান। আরও বক্তব্য রাখেন, রিকের প্রতিনিধি তাজমিলুর রহমান ইদি, ঘোড়াঘাট প্রেস ক্লাবের উপদেষ্টা এম,এ গাফ্ফার প্রধান, সিনিয়র সহ সভাপতি মহাতাব মহাম্মাদ, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম আকাশ, উপজেলা কৃষি অফিসার বেলাল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি, উপজেলা আনসার ভিডিপি অফিসার প্রশান্ত বাবু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ উমর খৈয়ম।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য