Bicycle_Rally__BG_741103214রতন সিং, দিনাজপুর॥ দুর্নীতি করবনা, দুর্নীতিকে প্রশ্রয় দিব না, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রতিরোধ গড়ব এই অঙ্গিকার হোক সকলের। এই প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি’র আয়োজনে দিনাজপুরে শহরে সাইকেল র‌্যালী প্রদক্ষিণ করা হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর শহরের নিমনগড়স্থ সমন্বিত দুর্নীতি দমন কার্যালয় থেকে একটি সাইকেল র‌্যালী বের করে শহর প্রদক্ষিন করা হয়। র‌্যালীতে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতি করব না, দুর্র্নীতিকে প্রশ্রয় দিবন না, দুর্ণীতির বিরুদ্ধেগোড়ে তুলবো এ ধরনের লিপিবদ্ধ গেঞ্জি পড়ে  র‌্যালীতে অংশগ্রহণ করেন।

র‌্যালী থেকে মাইক যোগে দুর্ণীতি বিরোধী স্লোগান দেয়া হয়। টিআইবির দিনাজপুর শাখার সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাবেক পৌর মেয়র সফিকুল হক ছুটু, ক্রীড়া সংগঠক হাকিউল হক হাকীসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র‌্যালীটি পুনরায় দুদক অফিসে গিয়ে শেষ হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য