Rajjak-12সৈয়দ শিমুল, নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও জেলা পুলিশ সুপার রুহুল আমিনসহ উচ্চ পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
Dinajpur-26-03-14----
পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, দিনাজপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিল্প-সাহিত্য-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করে।
Dinajpur-26-03-14---
দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে দিবসটির সূচনা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। দিবসটি উপলক্ষে সকালে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে কুচকাওয়াজে অংশ পুলিশ বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  ছাড়াও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিবসটি। ছবিঃ জিন্নাত হোসেন

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য