Hili Map 2হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের হাকিমপুরে বৃহস্পতিবার বিজিবি সদস্যরা ফের ৩ লক্ষ হুন্ডির টাকাসহ আলম হোসেন (৮৪) নামক এক হুন্ডি পাচারকারীকে আটক করেছেন। হিলি বাসুদেবপুর বিওপির বিজিবি সদস্যরা বিওপিটির গেটেন সামনে থেকে তাকে আটক করেন।

বিজিবি হিলি বাসুদেবপুর বিওপির কোম্পানি কমান্ডার সুরবদার চাঁন মিয়া জানান, আমল হোসেন ২ লক্ষ ৯৯ হাজার হুন্ডির টাকা শরীরে  লুকিয়ে হিলি-দিনাজপুর সড়ক পথে একটি যাত্রীবাহী একটি বাস থামিয়ে তাকে আটক করেন। আলম হোসেন উপজেলার রায়ভাগ গ্রামের মদির উদ্দিনের ছেলে।

এর আগে গত ২৯ নভেম্বর একই বিওপির বিজিবি সদস্যরা দু’জন হুন্ডি পাচারকারীকে ডাঙ্গাপাড়া থেকে ১৫ লক্ষ ৮০ হাজার টাকাসহ আটক করেন। এবং গত ৩ ডিসেম্বর পাশ^বর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি বিওপির সদস্যরা হিলি রাজধানীর মোড় নামক স্থান থেকে ১৫ লক্ষ হোন্ডির টাকাসহ ১ জনকে আটক করেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য