Rangpur Mapচাঁদা না দেয়ায় রংপুর নগরীর স্টেশন রোডস্থ শাহ জামাল মার্কেটে একটি আবাসিক হোটেলে লুটপাট ও ঔষধের দোকান ভাংচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ তান্ডব চালানো হয়।

অভিযোগে জানা যায়, শাহ জামাল মার্কেটের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের উপশমালয় নামে একটি ফার্মেসী এবং মার্কেটের দ্বিতীয় তলায় রয়েছে আবাসিক রয়েল হোস্টেল।

স্থানীয় মাসুম নামে এক যুবক প্রায় সময় তার কাছে চাঁদা দাবী করতো। তিনি দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ভাবে হুমকিও দেয়া হতো। গতকাল বৃহস্পতিবার আবুবক্কর সিদ্দিক মাগরিবের নামায আদায় করতে মসজিদে যান।

এই সুযোগে মার্কেটের ১ম তলার উপশমালায় ঔষধের দোকান ভাংচুর ও দ্বিতীয় তলার রয়েল আবাসিক হোটেল থেকে মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়। কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জার্মান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কুদ্দুছ ব্যাপারী বলেন, দোকান মালিক থানায় অভিযোগ দেয়ার পর পরই পুলিশ আসে। আমরাও খোঁজ খবর রাখছি। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এমবিএস জাহিদুল ইসলাম জানান, উক্ত ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে একটি সূত্র জানায় হোটেলের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এধরণের ঘটনা ঘটেছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য