1aফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার বেলা ২টায় যাত্রীবাহী বাসের চাঁপায় আরমান আলী (৩২) নামে এক পথচারী নিহত হয়েছে।নিহত পথচারী উপজেলার আমবাড়ী গ্রামের ইয়াছিন আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ওসি মোকসেদ আলী, প্রত্যক্ষদর্শির বরাত দিয়ে বলেন, নিহত পথচারী পৌরশহরের স্থানীয় নিমতলা মোড়ে সোনালী ব্যাংকের সামনে, দিনাজপুর-ঢাকা মহাসড়ক পারাপারের সময়, ফুলবাড়ী বাসষ্টান্ড থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি যাত্রীবাহী বাস, সজরে চাঁপা দিলে ওই বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি চাপা দিয়ে পালিয়ে যাওয়ায় , বাসটিকে আটক করা সম্ভাব হয়নি।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য