1aঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পৃথক পৃথক সড়ক দুঘর্টনায় গুরুতর আহত ২ জন  ও ১ জন নিহত হয়েছে।

জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রাম নামক স্থানে ভটভটি সঙ্গে ধাক্কা লেগে মোকছেদ (৫৫) নামের এক ব্যাক্তি ঘটনা স্থলে নিহত হয়।

নিহতের বাড়ি উপজেলার সিংড়া গ্রামের বলে জানা যায়। ঐঘটনায় নিহতের ছেলে মাসুদ (৩৫) গুরুত্ব আহত হয়।

আপর দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা সড়ক ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী পল্লী বিদুৎ নাক নামক স্থানে উপজেলার বৈদর গ্রামের কাষ্ণা মহরী (৫৬) দুঘর্টনায় কবলিত হয়।

পল্লী বিদুতের কাজ করার উদ্দেশ্যে গেলে রাস্তা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে গুরুত আহত হয়।

আহতকে আংশকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য