ADPসৈয়দ শিমুল, নিজস্ব প্রতিনিধিঃ বিরামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ষান্মাসিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রোববার দুপুরে সংস্থাটির হলরুমে কর্মশালার শুভ উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডল। অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প ম্যানেজার জেমস তপন মন্ডলের সঞ্চালনায় সংস্থাটির পরিবিক্ষণ ও মূল্যায়ন অফিসার মোফাখখারুল ইসলাম হীরু এবং কৃষি কর্মকর্তা রতন কুমার ভৌমিক শিখন কর্মশালার তাৎপর্য তুলে ধরেন। কর্মশালাটিতে কমিউনিটি লিডার, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক-ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য