1aসড়ক দুর্ঘনায় আহত নীলফামারীর ডিমলা স্বাস্থ্য কেন্দ্রের ইপিআই ভ্যাকসিন পরিবহনকারী উজ্জল কুমার রায় (৪৫) বুধবার সকাল সাড়ে ৯টায় রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সে ডিমলা সদর ইউনিয়ন দক্ষিন তিতপাড়া গ্রামের মৃত ক্ষেত্র মোহন রায়ের পুত্র।

ইপিআইয়ের ভ্যাকসিন কেন্দ্রে পৌছে দিয়ে আসার সময় ডিমলা সদর ইউনিয়নের দেবীর ডাঙ্গা নামক স্থানে রংপুর- ডিমলা প্রধান সড়কে মোটর সাইকেল ও মটর চালিত ভ্যানের সাথে সংঘর্ষে সে গুরুতর আহত হয়।

এ সময় তার একটি পা ভেঙ্গে যায় ও মাথায় আঘাত লাগে। প্রথমে তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রংপুর হাসপাতালে স্থান্তান্তর করা হয়। রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মৃত্যুবরন করেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য