06 shourik-katrinaআবার জুটি বাঁধলেন বলিউডের কিং খান শাহরুখ খান ও বারবি ডলখ্যত ক্যাটরিনা কাইফ। সিনেমাটির নাম ‘রইস’। সিনেমাটি পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়ার।
জানা গেছে, ‘রইস’ সিনোয় শাহরুখের বিপরীতে ক্যাটকে নেয়ার কারণে ‘রইস’ ছবিটি এখন বি-টাউনে আলোচনার শীর্ষে। আগামী আগস্ট মাসেই ছবিটির শুটিং করা হবে।
উল্লেখ্য, সিনেমাটিতে শাহরুখের বিপরীতে দিপীকাকে দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির পরে এত তাড়াতাড়ি পর্দার সামনে আনতে চাননি তিনি। তারপরে তিনি চিন্তা করে ক্যাটকে নিয়েছেন। কারণ সিনেমার চরিত্রের সাথে ক্যাটের মিল আছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য