sojan বোদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণমোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) থেকেঃ বোদায় প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ভুট্রা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রায় ২ শতাধিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ উন্নত জাতের ভুট্রা বীজ ও সার বিতরণ করা হয়। পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে ভুট্রা বীজ ও সার বিতরণ করেন।
[ads1]
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুন-অর-রশিদ। এ সময় প্রতি কৃষকদের মাঝে ১ কেজি ভুট্রা বীজ ও ২০ কেজি ডি,এ,পি ও ১০ কেজি এম,ও,পি সার তুলে দেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য