birgonj-degree-collegeওয়েব ডেক্সঃ উত্তর জনপদের  শ্রেষ্ট বিদ্যাপিঠ হিসাবে পরিচিত বীরগঞ্জ কলেজে (২০১০-২০১১) সেশনে প্রথম বারের মতো অনার্স কোর্স চালু করা হয়। প্রথম পর্যায়ে বাংলা,সমাজবিজ্ঞান,  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অধিভূক্তি হয়ে ১৫০ জন ছাত্র/ছাত্রী নিয়ে প্রথম ব্যাচের যাত্রা শুরু হয়।

চলতি মাসে তাদের চার বছরের চুড়ান্ত ফলাফল প্রকাশ পায় এবং পাশের হার শতকরা ৯৬%। গ্রেড পয়েন্ট ৪ এর মধ্যে ৩ পয়েন্ট এর উর্ধ্বে পেয়েছে মোট ২৭জন। এ রেজাল্টে সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরী বলেন বীরগঞ্জ বাসির জন্য এটি একটি মাইল ফলক।

যার মাধ্যমে অত্র এলাকার ছাত্র/ছাত্রীদের উচ্চ শিক্ষার পথ আরো প্রসস্ত হবে। এবং চুড়ান্ত ফলাফল নিয়ে যারা বের হয়ে যাচ্ছে তারা অত্র এলাকার উন্নয়নের অংশীদার হবে।

তিনি উক্ত তিন বিভাগের শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।

এছাড়াও অত্র কলেজের গভনিং বডির সভাপতি জনাব মনোরঞ্জশীল গোপাল এম,পি মহোদয় ও অন্যান্য সদস্যবৃন্দ অধ্যক্ষ মহোদয়কে অভিনন্দন জানান।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য