pic-suvro বিশিষ্ট কবি আখতারুল আলম বুলু’র পুত্রের শিক্ষায় বৃত্তিস্টাফ রিপোর্টার ॥ দৈনিক যুগান্তর পত্রিকা জেলা প্রতিনিধি আহসানুর আলম সাথী’র ভাসতা, সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা, কবি, গল্পকার ও সাংবাদিক আখতারুল আলম বুলু এবং বিশিষ্ট লেখিকা ইয়াসমিন আরা রানু’র দ্বিতীয় পুত্র সাইফ আলম শুভ্র সোমবার উচ্চ শিক্ষায় বৃত্তি নিয়ে জার্মানীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শুভ্র ২০০৬ সালে দিনাজপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ গোল্ডেন নিয়ে এসএসসি  এবং ২০০৮ সালে বিএএফ শাহিন কলেজ, কুর্মিটলা ঢাকা থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করে।

আহছানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে।

সে মহাখালীতে অবস্থিত একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল।

শহরের বালুয়াডাঙ্গাস্থ বাসভবন থেকে শুভ্র’র পরিবারের সকল সদস্য তার জন্য দোয়া কামনা করেছেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য