Gaibanda Map 3গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট ফেস বুকে বিভিন্ন, অভিযোগ, সমস্যাসহ নানবিধ বিষয় প্রশাসনের নিকট উপস্থাপনের বিষয়টি বেশ আলোচিত। তবে ফেস বুকে আবেদন করেই সাহয্য পাওয়ার বিষয়টি এই প্রথম।

গাইবান্ধা সদরের বল্লমঝাড় ইউনিয়নের অভাব গ্রস্থ অসহায় ১ মহিলা গত ২২ সেপ্টেম্বর গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরে ১টি নলকুপ চেয়ে ফেসবুকে আবেদন করেন।

জেলা প্রশাসক আবেদন পেয়ে আজ বেলা ১২ টায় তার কার্যালয় সম্মুখে ঐ অসহায় মহিলা হাসিনা বেগমের হাতে ১টি নলকুপ তুলে দেন।

এছাড়াও তার কার্যালয়ে প্রতিবন্ধি বাদিয়াখালী ইউনিয়নের স্কুলবাজার গ্রামের আলমগির নামের এক শিশুর মৌখিক আবেদনের প্রেক্ষিতে তকেও ১টি হুইল চেয়ার দেয়া হয়।

এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক আবদুস সামাদের সাথে উপস্থিত ছিলেন সদরের উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল মোমিন খান, এনডিসি ও ক’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য