Jailদিনাজপুর সংবাদাতাঃ সাবালক-সাবালিকা ছেলে মেয়ে নিজের পছন্দমত বিয়ে করার ঘটনায় আপোস-মিমাংসার করার নামে ছেলের বাবাকে থানা ডেকে নিয়ে আসে সালিশের জন্য।

সালিশের এক পর্যায়ে মেয়ে পক্ষের দাবী অনুযায়ী মেয়ে এনে দিতে না পারায় প্রভাবশালী মেয়ের পিতার ইচ্ছা অনুযায়ী ছেলের বাবাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ থানায়।

বিয়ের নথিতে দেখা যায়, গত ২০ জুলাই/১৬ তরিকুল ইসলাম (২৪) ও নিলুফা ইয়াসমিন (১৮) দিনাজপুরের মূখ্য বিচারিক ম্যাজিষ্ট্রেট আদালতে এফিডেভিট ও দিনাজপুর কাজি অফিসে গত ২২ জুলাই দুই পক্ষের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এঘটনায ক্ষুদ্ধ মেয়ের বাবা প্রভাবশালী থানার রপন্ন হন।

ছেলের নিকট আত্মীয়রা জানান, গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টায় শালিসের কথা বলে পুলিশ ছেলের বাবা রুহুল আমীন (৬৮) কে আপোস মিমাংসা কথা বলে ডেকে আনা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য