Yabaকাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার  কান্তনগর মোড়ে ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার দুপুরে কাহারোল থানার এস,আই মোঃ এরশাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স এবং হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ আবুল কাশেম (২৬) ও বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৮) কে ইয়াবা সহ কান্তনগর মোড় হতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। বিষয়টি কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মনসুর আলী সরকার নিশ্চিত করেছে। এব্যাপারে গ্রেপ্তারকৃত ২ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাহারোল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য