Mamla মামলানিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুর সামাজিক বন বিভাগের অধীনে বিরামপুর ফরেস্ট রেঞ্জের আওতায় হরিপুর বিটের সংরক্ষিত বনের জমিতে রোপণ করা ৪ হাজার ৭৫০টি আকাশমনি চারা গাছ প্রকাশ্যে দিনের বেলায় কেটে ক্ষতি সাধনের ঘটনায় বিট কর্মকর্তা আব্দুল মান্নান বাদী হয়ে এজাহারে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২২ জনের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় গত ২৫ শে জুন মামলা হয়েছে।

সদর বিট কর্মকর্তা নিশিকান্ত মালাকার  জানান, হরিপুর বিটের অধীনে বড় রঘুনাথপুর মৌজায় ৯ একর ৩৮ শতাংশ সরকারি গেজেট মুলে সংরক্ষিত বনের জমি। এলাকার কিছু অসাধু সংঘবদ্ধ চক্র ওই জমিতে রাতারাতি গড়ে তোলে অবৈধ স্থাপনা।

পরে বন বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে নির্মিত স্থাপনা গুলো উচ্ছেদ করে দেয়া হয়। এরপর ওই স্থানে দিনাজপুর বনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল সরকার, বিরামপুর রেঞ্জের কর্মকর্তা গাজী মনিরুজ্জামান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ ওই জমিতে আকাশমনি গাছের চারা রোপণ করেন।

দিনের বেলায় চারা গাছগুলো উপড়ে ফেলে কেটে তছনছ করে। এতে ক্ষতির পরিমাণ ৮০ হাজার ৭ শত ৫০ টাকা। মামলা হলেও এ পর্যন্ত কোন অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

তবে থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন বলেন, অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, বন বিভাগের অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া জমি গুলো বন বিভাগ ফিরে পেলে এবং নতুন ভাবে বৃক্ষ রোপণ করা হলে সৃষ্টি হবে নতুন বনায়ন ।উপকৃত হবে এলাকার বেকার নারী পুরুষ ।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য