1aসোমবার বিকেল সাড়ে ৪ টায় রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলা সীমানায় তুলারাম মজিদপুর নামক স্থানে কোচের ধাক্কায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,পীরগঞ্জ থেকে একটি ব্যাটারী চালিত রিক্সাভ্যানযোগে খেদমতপুর যাবার পথে তছির উদ্দিন হীমাগারের সন্নিকটে তুলারাম মজিদপুর নামক স্থানে রংপুর থেকে ঢাকা গামী একটি অজ্ঞাত দ্রুতগামী কোচ পেছন থেকে ধাক্কা দেয়।

এতে রিক্সাভ্যানের চালক ছোট ঘোলা গ্রামের ফুল মিয়া(৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। আশংকাজনক অবস্থায় ওই ভ্যানের আরোহী বড় মজিদপুর গ্রামের তালেব আলীর পুত্র সদ্য প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত রানা(২৩) কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরপরই মারা যায়।

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। ঘাতক বাসটি পালিয়েছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য