Dinajpur Pic 2, 26-01-14 copyরতন সিং, দিনাজপুর॥ সংখ্যালঘুদের উপর নির্যাতনের ব্যাপারে এক চোখে দেখলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে না। সুষ্ঠ, নিরপেক্ষ ও সত্য ঘটনা উদ্ঘাটনে ২ চোখ দিয়েই দেখতে হবে। আমরা এব্যাপারে সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা বিবরণ দেশবাসীর কাছে তুলে ধরব। রোববার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ১৮ দলের সমর্থিত পেশাজীবীদের সমন্বয়ে সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যরা একথা বলেন। সাবেক মন্ত্রী পরিষদ সচিব আব্দুল হালিমের নেতৃত্বে এই তদন্ত টিম দিনাজপুর সদর উপজেলার কর্ণাই ও মহাদেবপুর গ্রামে নির্যাতিত পরিবারের সদস্যদের সাথে রোববার সকালে দেখা করে সহিংস ঘটনার বিবরণ শোনেন। তদন্ত দলের সদস্যরা ঘটনাস্থলের দোকানদার ও সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্যদের সাথে এব্যাপারে কথা বলেছেন। সাংবাদিকদের তাঁরা জানান, সংখ্যালঘুসহ সকল নির্যাতনের যদি প্রকৃত ও সঠিক তথ্য উদ্ঘাটন না হয় তাহলে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া সম্ভব হবে না। তাই কোন ঘটনাই এক চোখে দেখে বিচার করা সঠিক নয়, দুই চোখ দিয়েই ঘটনার কারণ তদন্ত করলে সত্যি ও প্রকৃত অবস্থা দেখা সম্ভব। ১৮ দল সমর্থিত এই তদন্ত দলের অন্যান্য সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহ্বায়ক এ্যাডঃ গৌতম চক্রবর্তী, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রেজু ও মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী ও ড্যাবের স্থানীয় শাখার সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউল হক।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য