08alia bhattমহেশ ভাটের কন্যা এবং বলিউডের প্রিয়দর্শিনী ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ তারকা আলিয়া ভাট ১৫ মার্চ একুশে পর্দাপণ করলেন ।
করন জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়্যার’ দিয়ে শুরু হয় তার ফিল্ম ডেবিউ। এরপর সম্প্রতি পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে ‘হাইওয়ে ছবিতে কাজ করেছেন তিনি। জন্মদিনের সকালে টুইট করে জানান ‘স্প্রুভাত’। আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাই আমার সকল বন্ধু ও ফ্যানদের। জন্মদিনের স্পেশাল মুহূর্তগুলো ‘হ্যাম্পটি শর্মা কি দুলহান’ সিনেমার শুটিং ফাঁকে সেলিব্রেট করছিৃ. জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কাটাচ্ছি”! ! ! সম্প্রতি মুক্তি পেতে চলেছে চেতন ভগতের গল্প অবলম্বনে তৈরি ” টু স্টেসস”।
দুটি ভিন্ন রাজ্যের প্রেমিক-প্রেমিকার রোমাঞ্চকর প্রেমকাহিনী নিয়ে ছবিটি তৈরি। তবে আলিয়া এখন, শশাঙ্ক খৈতান পরিচালিত ” হ্যাম্পটি শর্মা কি দুলহন” সিনেমার জন্য বেশ ব্যস্ত । সদ্য মুক্তি পাওয়া ”হাইওয়ে ছবিটির জন্য ইতোমধ্যে বেশ প্রশংসা করেছেন বেবি আলিয়া! – ওয়েবসাইট।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য