Pic-Sisuবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে বুধবার শিশু নির্যাতন প্রতিরোধে কুঞ্চনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিশু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোহনপুর ইউনিয়ন শিশু ফোরামের শিশুদের আয়োজনে ও এডিপি ওয়ার্ল্ড সহযোগিতায় শিশু ফোরামের সভা অনুষ্ঠিত হয়।

কামরুন নাহার তানিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোহনপুর ইউপি সদস্য আব্দুল জলিল আহাম্মদ বিশেষ অতিথি ছিলেন লাবনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রিয়ম রায়। সভায় বক্তব্য রাখেন শিশু ফোরামের নেতা মানিক, হৃদয়, তানিয়া, তাসিম ও অন্যরা।

সভায় শিশু অধিকার প্রতিষ্ঠা, নির্যাতন বন্ধ ও পরিবর্তনের উপায় বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।  শিশুদের কল্যাণ ও শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সকলের অংশ গ্রহণের আহবান জানানো হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য