1aকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু। দিনাজপুরের কাহারোলে ২১ মার্চ/১৬ আনুমানিক ২টার দিকে বলেয়া বাজার থেকে কাহারোল উপজেলা সদরে আসার পথে (বলেয়া-কাহারোল) পাকা সড়কের খোশালপুর নামক স্থানে ব্যাটারী চালিত অটো বাইকের ধাক্কায় ২নং রসুলপুর ইউপির খোশালপুর গ্রামের মোঃ মতিউর রহমানের ২ বছর বয়সী শিশু কন্যা শাহানাজ পারভীন ঘটনা স্থলে মারা যায়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য