Panchagar Mapবোদায় গত শনিবার রাত থেকে ৩ দিনব্যাপী ধামের গান ও পিঠা উৎসব ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। উপজেলা পরিষদ বটমুল চত্বরে গত বৃহস্পতিবার বিকেলে ৩ দিনব্যাপী ধামের গান ও পিঠা উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন। উদ্বোধনের আগে উপজেলা প্রশাসন কর্তৃক লোকনাট্য প্রসঙ্গ ও ধানের গান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিতিক প্রফেসার মনতোষ কুমার দে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল জানান, উত্তরাঞ্চলের জনপ্রিয় ধামের গান আজ বিলুপ্তির পথে। অথচ এক সময়  এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ছিল এই হুলির ধাম বা ধামের গান। এই ধামের গানের শিল্পীরা অল্প শিক্ষিত হলেও তারা সহজ সরল ভাষায় সমাজ সংসারের জীবন চিত্রগুলো সুন্দর ভাবে তুলে ধরনে গানের মাধ্যমে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য