Sui 11বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ প্রেমে বাধা দেয়ায় বিষ পান করে ৩ যুবক আত্ম হত্যার চেষ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, উপজেলার ভোগনগর ইউনিয়নের মাছবোয়াল গ্রামের আজাহারুল ইসলামের ছেলে রাজিবুল ইসলাম বাবু (২৬), সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মনুরাম বর্ম্মনের ছেলে কাত্তিক চন্দ্র বর্ম্মন (১৬), একই গ্রামের জয়নুদ্দীনের ছেলে মমিনুর রহমান (২০) গত সোমবার বাবা-মায়ের উপর অভিমান করে (বিষ পান করে) আত্ম হত্যার চেষ্টা চালায়।

পারিবারের পক্ষ জানান, পছন্দের প্রেমিকার সাথে বিয়েতে রাজি না হওয়ায় নিজ বাড়ীতে বাড়ীতে বিষপান করে। পরিবারের লোকজন মুমুর্ষ অস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহামুদুল হাসান পলাশ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, তারা সকলে আশংকা মুক্ত রয়েছে। তারা বাড়ীতে গিয়ে সাভাবিক জীবন-যাপন করতে পারবে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য