Agun6শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ধীরগঞ্জ হাটে অগ্নিকান্ডে ৪টি দোকান ও ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে বলে জানা গেছে।

হেবি ট্রেডার্সের মালিক হামিদুর জানান, শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে বিদ্যুতের শট-সার্কিট হলে মূহুর্তের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষনাত পীরগঞ্জ ফায়ার ষ্টেশনে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার ষ্টেশনের কর্মীবাহিনী আসার আগেই বাজারের লোকজন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ঘটনা স্থলে ফায়ার ষ্টেশনে কর্মীরা আসে।

এতে ৪টি দোকান ও দোকানের পার্শ্বে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাতে আমার প্রায় নগদ এক লক্ষ টাকাসহ প্রায় পনের লক্ষ, বাবুলের কাপড়ের দোকানে তিন লক্ষ, কৃষনোর হার্ডওয়ারের দোকানে ৩০ হাজার এবং আলীমুদ্দীন নামে এক ব্যক্তির একটি সোয়ার ঘর পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়খতি হয়েছে। অগ্নিকান্ডের খবর শুনে থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য