Dinajpur-13-03-14--জিন্নাত হোসনেঃ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক বলেছেন, দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে সরকার একটি জাতীয় শিক্ষানীতি প্রনয়ন করেছে। এই শিক্ষানীতি একটি নিরক্ষরমুক্ত জাতিগঠনে এবং দেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। প্রাথমিক শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার বুনিয়াদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি মজবুত করতে প্রাথমিক শিক্ষার গুনগত মান বৃদ্ধিতে শিক্ষকদের ন্যায় ও নিষ্টার সাথে কাজ করে যেতে হবে।

দিনাজপুর উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক একথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ মজুমদার, মনিটরিং অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিক ও চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান হাাবিব, দিনাজপুর পিটিআই সদর ইন্সট্রাকটর সুফিয়া খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম।

আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অন্ষ্ঠুান অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য