Book Distribution Pic-02নিজস্ব প্রতিনিধি ॥ দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের হাতে ২০১৬ সালের সরকারী বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে। জেলার ১৩ উপজেলার প্রায় ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭০ লাখ ১৩ হাজার ৫৫১টি নতুন বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে মহা আনন্দে বাড়ী ফিরে গেছে।

শুক্রবার (১ জানুয়ারী) দিনাজপুর জেলা শহরসহ ১৩ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসা এবং ভকেশনাল স্কুলের প্রায় ১০ লাখ শিক্ষার্থীর হাতে বিনামুল্যের এসব পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

নতুন বই বিতরণ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনার আয়োজন করা হয়। পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।
শুক্রবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে দু’জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসব অনুষ্ঠানে বক্তারা আমাদের ভবিষ্যত প্রজন্মকে উন্নত নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, যোগ্য, মেধাসম্পন্ন এবং তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ ও জাতি গঠনের আহবান জানানো হয়।

দিনাজপুর জিলা স্কুলঃ শুক্রবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে দিনাজপুর জিলা স্কুলে আলোচনা সভার আয়োজন করা হয়। জিলা স্কুলের প্রধান শিক্ষক আকতারা পারভীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা মাধ্যমিক অফিসার মো. এনায়েত হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য অতিথি। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৬ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ঃ শুক্রবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র শেখর ভট্টাচার্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা জেলা প্রশাসক মীর খায়রুল আলম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৬ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।
Dinajpur Pic (03) 01-01-2016
দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ঃ শুক্রবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন। আলোচনা শেষে প্রধান অতিথি পুলিশ সুপার মো. রুহুল আমিন ২জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৬ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ঃ শুক্রবার সকাল ১১টায় বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. মোসাদ্দেক হোসেন, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. অলমগীর হোসেন, কেবিএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. আইয়ূব আলী ও স্বাগত বক্তব্য রাখেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য আলোকিত মানুষ তৈরী করা। তাই শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান তিনি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জমশেদ আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আবু বকর সিদ্দিক, মো. মোস্তফা আলম বাবু, মো. মোস্তফা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মনজিলা পারভীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ রিনা ইয়াসমিন, মো. শহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৬ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

রাজবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে রাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে জেলা মীর খায়রুল আলম। অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান, সদর উপজেলা শিক্ষা অফিসারসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। পরে দু’জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
Dinajpur pic (1) 01-01-2016
এছাড়া চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ, নুরজাহান কামিল মাদরাসা, গাউসিয়া দাখিল মাদরাসা, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, সারদ্বেশরী উচ্চ বালিকা বিদ্যালয়, মহারাজা উচ্চ বিদ্যালয়, জবিলী উচ্চ বিদ্যালয়, ইকবাল উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, আল আমিন একাডেমী, সিকদারগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, কেবিএম স্কুল, সানাপীর দাখিল মাদ্রাসা, পুলহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী বিনামূল্যের নতুন বই বিতরণ করা হয়েছে।

এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন জানান, ২০১৬ সালে ১৩ উপজেলায় ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক শ্রেণির জন্য মাধ্যমিক বিদ্যালয়ের ২ লাখ ৫০ হাজার ৭৬০ জন শিক্ষার্থীর হাতে ৩৬ লাখ ২২ হাজার ৩২৭টি বই, ইবতেদায়ী মাদ্ররাসার ৪৯ হাজার ২২৮ জন শিক্ষার্থীর হাতে ৩ লাখ ৫২ হাজার ৬৯২টি বই এবং দাখিল মাদরাসার ৫৪ হাজার ২৯১ শিক্ষার্থীর হাতে ৮ লাখ ৩৫ হাজার ৬৫৫টি নতুন বই তুলে দেয়া হয়েছে।

অপরদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সমেশ চন্দ্র মজুমদার জানান, ২০১৬ সালে দিনাজপুর জেলার ১৩ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বিতরণের জন্য ২২ লাখ ৩ হাজার ৮৭৭টি নতুন বই তুলে দেয়া হয়েছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য