13.sharaএক সময়ের আলোচিত নায়িকা সাহারার অভিনীত শেষ ছবি ‘তোকে ভালবাসতেই হবে’ ২১শে মাচে মুক্তি পাবে। তার রাজু চৌধুরী পরিচালিত এ ছবিতে সাহারার নায়ক জায়েদ খান। আপাতত এটাই সাহারার শেষ ছবি। এরপর এ নায়িকার কোন নতুন ছবির কাজ শুরু না হলে তাকে চলচ্চিত্রকে গুডবাই জানাতে হবে। সাহারা বর্তমানে বিয়েশাদি করে ঘর-সংসার করছেন। চলচ্চিত্র শিল্পে তার অবস্থান নেই, নেই ব্যস্ততা। শাকিব খান মুখ ফিরিয়ে নেয়ায় সাহারাকে রীতিমতো পথে বসার উপক্রম হয়েছে। এখন ভরসা তোকে ভালবাসতেই হবে। এ ছবির ওপর নিভর্র করছে অনেক কিছু। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সাহারার ব্যস্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ, চাহিদা না থাকলে যা হওয়ার তাই হচ্ছে। সময়কে কাজে লাগাতে না পারায় সাহারাকে ফিরে যাওয়ার পথই বেছে নিতে হচ্ছে। এখন শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য ২১শে মার্চ পর্যন্ত চলচ্চিত্র শিল্প অপেক্ষা করছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য