bgb picহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে সোমবার দুপুরে বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমান চোরাচালানিকৃত পন্য জব্দ করেছেন।

হিলি সিপি বিওপি কোম্পানি কমান্ডার ফজলুর রহমান জানান, তিনি নিজের নেতৃত্বে সীমান্ত এলাকার ছোট ডাঙ্গাপাড়া নামক মহল্লায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় পণ্যগুলি জব্দ করেন।

পণ্যগুলি মধ্য রয়েছে, ডাইক্লোফেনাক ইঞ্জেকশন ৩৯৫ পিচ, প্র্যাকটিন, ডেক্্িরন ও নিমোসিলাইট ট্যাবলেট ১ লক্ষ ৮ হাজার পিচ, সিল্ক শাড়ি ১০ পিচ ও উন্নতমানের লেডিস চাদর ৯ পিচ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য