Pic-5দিনাজপুর প্রতিনিধি ॥ ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

৭ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

র‌্যালীতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিশু একাডেমী মিলনায়তনে গিয়ে সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, কেক কাটা ও পুরস্কার বিতরণ করা হয়।
Pic-3
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রাব্বী, সিনিয়র জেলা তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা, সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভায় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আফসানা ইয়াসমিন ছাড়াও ১৩টি উপজেলার ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সর্বশেষে বিরামপুরের খানপুর ইউপি’র আমিরুল ইসলাম, কাহারোল মুকুন্দপুর ইউপি’র লক্ষ্মীরাণী ও খানসামার ভিয়াইল ইউপি’র উদ্যোক্তা তুষার চন্দ্র রায়কে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য