Thakurgaon mapঠাকুরগাঁও পৌরসভায় কাউন্সিলর পদে ১৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও পীরগন্জ পৌরসভায় কাউন্সিলর পুেদ ৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঠাকুরগাঁও পৌরসভায় মনোনয়নপত্র বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীরা হলেন- সাবেক কাউন্সিলর শফিউল এনাম পারভেজ,নজরুল ইসলাম,অলিউল্লাহ অলি প্রমুখ।

সংরক্ষিত আসনের প্রার্থী হলেন-সাবেক কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়াল।বাতিলকৃত বেশিরভাগ প্রার্থীর আবেদনে শিক্ষাগত যোগ্যতার মূল সনদের অনুলিপি না দেওয়ায় রিটানিং অফিসার  ও  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আ. ফ. ম  ফজলে রাব্বি তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

পীরগন্জ পৌরসভায় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-মোঃ গোলাপ,মোঃ ইসমাঈল ও নজরুল ইসলাম এবং সংরক্ষিত কাউন্সিলর পদে সাহেদা বেগম ।সাহেদা বেগম একই সঙ্গে উপজেলা পরিষদের নির্বাচিত সদস্য হওয়ায় তার মনোনয়নপত্র  বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও সহঃ রিটানিং অফিসার শুকুর মাহমুদ মিয়া।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য