1aরংপুর-কুড়িগ্রাম মহা সড়কের মীরবাগ বিজলের ঘুন্টি নামক স্থানে বুধবার সড়ক দূর্ঘটনায় নাসিমা খাতুন (১০) নামে ১ স্কুল ছাত্রী নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কাউনিয়া উপজেলার মীরবাগ বীজলের ঘুন্টি নামক স্থানে রাস্তা পারাপারের সময় কুড়িগ্রাম থেকে রংপুর গামী একটি বাস নাসিমাকে ধাক্কা দিলে সে রাস্তায় পরে যায়।

গুরতর আহত অবস্থায় তাকে মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। নাসিমা সোনাতন গ্রামে তার নানার বাড়ি থেকে ধর্মেশ্বর গ্রামে তার নিজ বাড়িতে ফেরার সময় এ ঘটনা ঘটে।

সে জমির উদ্দিনের কন্যা এবং দক্ষিন ধর্মেশ্বর মহেশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য