picture 16-11-15আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আওয়ামীলীগ নেতা ও  জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হালিম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামালহাট বাজার এলাকায় এক ঘন্টাব্যাপী এ অবরোধে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনসাধারন অংশ গ্রহণ করেন। বক্তারা বলেন অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানায়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাসদ সভাপতি মসলিম আলী মাষ্টার, কমিউনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহেদুল ইসলাম জাবেদ, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, আঃ হামিদ, আব্দুস ছামাদ, হালিমের স্ত্রী জোসনা বেগম ও মাহফুজা, এবং বড় মেয়ে রুমি বেগম প্রমূখ। পরে বিদ্যালয় প্রাঙ্গনে মৃত হালিমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ, ২০১৩ সালের ১৬ নভেম্বর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল হালিমের মৃত্যু হয়।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য