mokulমোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদাঃ আমের মুকুলে মুকুলে ছেঁয়ে গেছে পঞ্চগড়ের বোদাা উপজেলার প্রতিটি গ্রাম। গ্রাম-গঞ্জের প্রতিটি বাড়ির আশপাশ দিয়ে আম গাছে শোভা পাচ্ছে মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঝড় বৃষ্টি, অতিরিক্তি কুয়াশা থেকে রেহাই পেলে এবার প্রতিটি গাছে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অন্যন্য বছরের তুলনায় এবার আমের মুকুল বেশী ফুঁটেছে বলে বাগান মালিকরা জানান। প্রতিটি আম গাছের কুচি ডালে ডালে যে ভাবে মুকুল দেখা যাচ্ছে তাতে খুশি আম বাগানের মালিকেরা।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য