Jailবাল্য বিয়ের আয়োজনের সবকিছু সম্পন্ন,বর আসার প্রস্তুতি চলছে এমন সময় খবর পেয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন গত বৃহস্পতিবার রাতে বিয়ের আসরে গিয়ে উপস্থিত হয়। মেযের বাবাকে বাল্য বিয়ে দিতে নিষেধ করলে সে মেয়ের উপযুক্ত বয়স হয়েছে বলে চ্যালেঞ্জ করে। মেয়ের বাবার দেয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে পরীক্ষা করা হলে তা ভ’য়া প্রমানিত হয়। নির্বাহী অফিসার পরে বাল্য বিয়ে বন্ধকরে দিয়ে মেয়ের বাবা মোসলে উদ্দিনের ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জানাগেছে পূর্বচাঁদ ঘাট শেখপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের কন্যা বড়–য়াহাট মাদ্রাসার আলিম ১মবর্ষের ছাত্রী মুক্তি(১৫) এর সাথে একই গ্রামের নিকট আত্মীয়ে ছেলের সাথে বিয়ে ঠিক হয়। পরে নির্বাহী অফিসারের আগমনের খবর পেয়ে বর যাত্রী আসা বন্ধ করে দেয়। এ সময়য় কুর্শা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ  হোসেন, মেম্বার হেলল উদ্দিন উপস্থিত ছিলেন, এ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য