One day futball macth-bochaganj-dinajpur pic-04-11-2015 copy.jpg---মোঃ শামসুল আলম বোচাগঞ্জ॥ আজ ৪ অক্টোবর বুধবার সকালে দিনাজপুরের সেতাবগঞ্জ বড়মাঠে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট ২০১৫ এর উদ্বোধন উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান।

এসময় আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক বরুন চন্দ্র সরকার, ক্রীড়া অনুরাগী যথাক্রমে, মোঃ নজরুল ইসলাম নজু, মোঃ আবুল কালাম আজাদ,তীলক কুমারশীল, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মীর মোঃ মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এটুর্ণামেন্টে সর্বমোট ৮টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় অংশ নেয় দরগাপাড়া বনান কাকদুয়ার একাদশ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য