SAM_5467প্রেস বিজ্ঞপ্তিঃ দিনাজপুর জেলা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল গুলোকে সংগোঠিত করতে ২৯ অক্টোবর বৃহস্পতিবার লিলিমোড় সকালের খবর কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মোঃ মাহামুদুল হক মানিককের আহব্বানে দিনাজপুরে এই প্রথম অনলাইন নিউজ র্পোটাল এসোসিয়েশনের (বনপা) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির নাম দেয়া হয় দিনাজপুর জেলা অনলাইন নিউজ র্পোটাল এসোসিয়েশন। দিনাজপুর নিউজ ডট কমের সম্পাদক শরিফুল আজাদ জয়কে আহবায়ক ও নিউজ ডায়েরি বিডি ডট কমের সম্পাদক মোঃ মাহামুদুল হক মানিককে সদস্য সচিব এবং অনুসন্ধান নিউজ ২৪ ডট কমের সম্পাদক মোঃ আবুল হাসান, বীরগঞ্জ প্রতিদিন ডট কমের সম্পাদক আব্দুর রাজ্জাক কে যুগ্ন আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন দিনাজপুর নিউজ ২৪ ডট কমের সম্পাদক মোঃ রোকনুজ্জামান রনি, বীরগঞ্জ ২৪ ডট কমের সম্পাদক নীল রতন সাহা, লাইক নিউজ ২৪ ডট কমের সম্পাদক আনোয়ার জাহিদ লিমন, পথচলা ডট কমের সম্পাদক সুবল রায়, পজেটিভ বিডি নিউজ ২৪ ডট কমের সম্পাদক মোর্শেদ মানিক, বিরামপুর নিউজ ২৪ ডট কমের সম্পাদক মোঃ এনামুল হক।
SAM_5471
সভায় নতুন ঘঠিত কমিটির পক্ষ থেকে দিনাজপুর জেলা থেকে প্রকাশিত সকল নিউজ পোর্টাল মালিকগনকে নিজ এবং পোর্টালের নাম জানিয়ে কমিটির যুগ্ন আহবায়ক বরাবর ই-মেইলের মাধ্যমে যোগাযোগের আহব্বান জানান হয়। ইমেইল- birganjpratidin@gmail.com এবং anusondhannews24@gmail.com

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগো নিউজ ২৪ ডট কমের দিনাজপুর প্রতিনিধি মো: এমদাদুল হক মিলন, মো: লিটন হোসেন আকাশ-দিনাজপুর ২৪ডট কম, লাইক নিউজ বার্তা সম্পাদক মো: বেলাল উদ্দীন দিনাজপুর, অন লাইন নিউজ পোর্টাল নিউজ ডায়েরীর সম্পাদক মো: মাহমুদুল ইসলাম মানিক, বীরগঞ্জ ২৪.কম সম্পাদক নীল রতন সাহা নিপু, বার্তা সম্পাদক মো: নাজমুল ইসলাম (মিলন), বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, বার্তা সম্পাদক মীর কাসেম লালু, দিনাজপুর নিউজ-২৪ প্রতিনিধি মো: ইফতেখার আহমেদ খান বাবু, বিরামপুর নিউজ প্রতিনিধি মো: কামরুজ্জামান (জামান), দিনাজপুর নিউজ প্রতিনিধি মো: ফজিবর রহমান বাবু, অনুসন্ধান নিউজ প্রতিনিধি মো: আবুল হাসান, দিনাজপুর নিউজ প্রতিনিধি সুকুমার রায়,।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য