pic.ডেক্স রিপোর্টঃ দিনাজপুরের ফুলবাড়ীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় কার্যালয় হতে এক র‌্যালী বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বারের প্রতিপাদ্য বিষয় ছিল চালক মালিক, যাত্রী পথচারী ভাই ভাই, সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই। উক্ত সমাবেশটি ফুলবাড়ী উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির সভাপতি সাংবাদিক খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, ফুলবাড়ী ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান, নিসচা ফুলবাড়ী শাখার সহ সভাপতি  মোঃ ওয়াহেদুন নবী,  বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী চৌধুরী বাদশা, অম্রবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল আলম, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার উপদেষ্ঠা সদস্য শিক্ষক কৈলাশ প্রসাদ গুপ্ত।

আয়োজনে ছিলেন ওয়ালটন বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গাড়ির মালিক, গাড়ির চালক ও সুধিজন, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য