Bochaganj-dinajpur debitola puja mondop-20-10-2015 picমোঃ শামসুল আলম বোচাগঞ্জ ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের দেবীতলা দূর্গা পূজামন্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামন্ডপ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, অসাম্প্রদায়িক মিলন মেলার উৎসব হচ্ছে শ্বারদীয় দুর্গাপূজা। জাতি ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষ প্রতি বছর এ উৎসব পালন করে থাকেন।  এ উৎসবে যাতে কোন প্রকার আইন শৃংখলার অবনতি না হয় সে জন্য প্রশাসনের পাশাপাশি তিনি  সকলকে সজাগ থাকার আহবান জানান। এসময় উপঝেরা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আজাদ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে রাতেই ইশানিয়া ও আটগাও ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য